
জীবন বাঁচাতে করণীয়
করোনা মহামারিতে প্রাণ যাচ্ছেই। শনাক্তও বাড়ছে। গত মার্চে বাংলাদেশে প্রথম সংক্রমণের পর অনেক দিন হয়ে এল। কিন্তু এখনো ছোঁয়াছে এই ভাইরাসটি মরণ কামড় দিয়েই যাচ্ছে। এ অবস্থায় জীবন বাঁচাতে সতর্কতাই এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো মূল্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে বাঁচতে ও পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে এর কোনো বিকল্প নেই। দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের তালিকা ক্রমশঃ দীর্ঘ হচ্ছে।