চিকিৎসার অভাবে মারা গেলো উট পাখিটি

বাংলা ট্রিবিউন লালমাই প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০৯:০৩

চিকিৎসার অভাবে কুমিল্লার লালমাইয়ে ১২০ কেজি ওজনের একটি উট পাখি মারা গেছে বলে অভিযোগ করেছেন এক খামার মালিক। উপজেলার বরল গ্রামের আহসান উল্লার খামারে রবিবার (৯ আগস্ট) রাতে পাখিটি মারা যায়।  পাখিটির বাজার মূল্য ছিল প্রায় চার লাখ টাকা।

জানা যায়, প্রায় আড়াই বছর আগে আহসান উল্লাহ শখের বসে সাড়ে চার লাখ টাকা দিয়ে ৩ জোড়া উট পাখি কিনে খামার শুরু করেন। এক বছরের মাঝে দুই জোড়া উট পাখি মারা যায়। বেঁচে থাকা এক জোড়া বড় হয়ে ডিম পাড়ার উপযুক্ত হয়। হঠাৎ শুক্রবার (৭ আগস্ট) থেকে একটি উট পাখির জ্বর হয় এবং একইসঙ্গে সেটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও