You have reached your daily news limit

Please log in to continue


কোষাধ্যক্ষ ছাড়াই চলছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হয়েছে গত ১১ জুলাই। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১ মাস পরও বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য রয়েছে। কবে পূরণ হবে সে বিষয়েও কিছুই বলতে পারছে না প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য (শিক্ষা), প্রো-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ এই চারটি প্রধান পদে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মনোনীত ব্যক্তি নিয়োগ পান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট অথবা গণিত বিভাগের শিক্ষকরা হয়ে থাকেন। তবে সংশ্লিষ্টরা বলছেন- এসব জায়গা থেকে ‘পছন্দমতো’ ব্যক্তি না থাকায় এই পদ দিতে দেরি হচ্ছে। সূত্র জানায়, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদ পেতে যেসব শিক্ষকরা আগ্রহী ও দৌড়ঝাঁপ করছেন তাদের প্রায় সকলেই কোনো না কোনো অভিযোগে অভিযুক্ত। এদের কেউ গবেষণা জালিয়াতি, নিম্নমানের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি, বিভিন্ন অভিযোগে পূর্বে বিতর্কিত ও বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন