কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রভাবশালীদের জন্যই যত সুবিধা, ঋণ পাচ্ছেন না সব উদ্যোক্তা

ইত্তেফাক প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০০:২৯

বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে অর্থনীতিবিদগণ বলেছেন, মন্দা আরো গভীর ও দীর্ঘস্থায়ী হবে। অর্থনীতির মরা গাছে যারা সবুজ প্রাণের ছোঁয়া দেখছেন তাদের আশাহত করে কেউ কেউ বলেছেন, তারা কী আগাছার মধ্যেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত খুঁজছিলেন? বিষয়টি সংবাদমাধ্যমেরও দৃষ্টি এড়ায়নি। এমন এক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ নিজের অর্থনীতিকে টেনে তুলতে কতটা সক্ষম, কিংবা প্রস্তুতিই বা কতটুকু—সে প্রশ্ন সামনে চলে এসেছে। এর উত্তরে সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, গভীর খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলতে বাংলাদেশের নেওয়া প্রণোদনা প্যাকেজ কিংবা পুনরুদ্ধার কর্মসূচি মোটেই যথেষ্ট নয়। বরং যতটুকু সুবিধা পাওয়া যেত, তাও হচ্ছে না প্যাকেজটির কার্যকর বাস্তবায়ন না হওয়ায়। ঘোষিত প্যাকেজের অর্থও চলে যাচ্ছে প্রভাবশালী গোষ্ঠীর কাছে। সব উদ্যোক্তা এই প্যাকেজের সুবিধা পাচ্ছেন না। ব্যাংকগুলোও প্যাকেজ বাস্তবায়নের শর্তে নেওয়া নানান সুবিধা গ্রহণ করে নিজেদের আর্থিক অবস্থান সুসংহত করেছে। ঋণ সহায়তা দিচ্ছে না। অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, সার্বিক বিশ্ব পরিস্থিতি এখনো অনূকুলে নয়। করোনার ভ্যাকসিন বাজারে সহজলভ্য হলেও এর প্রভাবে সৃষ্ট মন্দা আরো গভীর হচ্ছে। তাই সামনের দিনগুলোতে শুধু টিকে থাকাই নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা অর্জনে এখনই নীতিকৌশল প্রণয়ন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও