![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F10%2Flebanon_11.jpg%3Fitok%3DvMa1SxSZ)
লেবাননের মন্ত্রিসভার পদত্যাগ
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করেছে দেশটির মন্ত্রিসভা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী হাসান দিয়াব আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দেন। ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করেন হাসান দিয়াব। বৈরুতে ওই বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে আজ দুপুরে দেশটির আরো দুজন মন্ত্রী পদত্যাগ করেন। গত মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে আজ দেশটির আইনমন্ত্রী ম্যারি ক্লদ নাজম ও অর্থমন্ত্রী গ