![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-333623-1597078445.jpg)
আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন লেবানিজ প্রধানমন্ত্রী
বৈরুতে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পরে আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এল। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।