![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F10%2Flebanon_1.jpg_1.jpg%3Fitok%3DWINxF4eM)
লেবাননের মন্ত্রিসভা পদত্যাগ করতে যাচ্ছে
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করতে যাচ্ছে দেশটির মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার আজ সোমবার পদত্যাগের ঘোষণা দেবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসান দিয়াবের সরকার শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’ ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করেন হাসান দিয়াব। বৈরুতে ওই বিস্ফোরণে
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদত্যাগ
- মন্ত্রীসভা
- হাসান দিয়াব