![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/10/3b7397cacde595046c698c70c1291fcd-5f3162d50e6a6.jpg?jadewits_media_id=1553097)
মাদারীপুরে বন্যার পানি কমেছে, দুর্ভোগ কমেনি
মাদারীপুরের চারটি উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে নদ-নদীর ভাঙন ও বন্যার পানিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি। অনেক মানুষ এখনো আশ্রয়কেন্দ্র, উঁচু সড়ক ও সেতুর ওপর অবস্থান করছে।