ইসরায়েলের এক অলংকার তৈরিকারী প্রতিষ্ঠানের দাবি, তারা বিশ্বের সবচেয়ে দামি করোনাভাইরাস মাস্ক তৈরি করছে। স্বর্ণ ও হীরা খচিত এ মাস্কের দাম পাক্কা ১৫ লাখ ডলার। সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে। মাস্কের নকশাবিদ ও অলংকার তৈরিকারী প্রতিষ্ঠান ইভেলের মালিক আইজ্যাক লেভি জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী ১৮ ক্যারেটের সাদা স্বর্ণের মাস্কটিতে থাকছে তিন হাজার ৬০০ সাদা ও কালো হীরা। আর মাস্কের যে মূল কাজ, সে জন্য থাকছে উচ্চমানের এন৯৯ ফিল্টার ব্যবস্থা। লেভি বলেন, মাস্কটির ক্রেতার দুটি দাবি ছিল। তা হলো, মাস্কটি চলতি বছরের শেষ নাগাদ তৈরি সম্পন্ন করতে হবে আর এটি হতে হবে বিশ্বের সবচেয়ে দামি। শেষ শর্তটি যে পূরণ করা সবচেয়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.