ভিডিও স্টোরি: ইয়াবা নয় পাহাড় নিয়ে তথ্যচিত্র বানাচ্ছিলেন মেজর (অব.) সিনহা
যমুনা টিভি
প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১২:৫১
সিনহা রাশেদ মারা যাবার দিন, সারাদিন পাহাড়ে ভিডিওর কাজ করেছেন তারা। ইয়াবা নিয়ে নয় বরং দুঃসাহসিক তথ্যচিত্র নির্মাণের জন্য সিনহার টিম মাসখানেক ছিল কক্সবাজার। যমুনা নিউজকে এসব জানিয়েছেন সিনহা রাশেদের সহকর্মী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহসিন নুর। ঘটনার দিন নীলিমা রিসোর্ট থেকে তাহসিনকে নিয়ে দুইদিন আটকে রেখে, ছেড়ে দেয়া হয়। এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তাহসিন ও তার পরিবার।