![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/10/f05a81bb707045ff2a88469f3c47cc3f-5f30c6c071807.jpg?jadewits_media_id=1552914)
চামড়া সস্তা, জুতা কেন নয়
প্রথম আলো
প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১১:৩৭
এক জোড়া জুতা তৈরিতে দুই থেকে সোয়া দুই বর্গফুট চামড়া লাগে। মাঝারি আকারের একটি গরুর চামড়ার আকার ৩০ বর্গফুট। জুতার দামের কত শতাংশ চামড়া বাবদ ব্যয়, কতটা মুনাফা করছে কোম্পানিগুলো—পড়ুন এই লেখায়। পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেওয়া লাখ টাকা দামের গরুটির চামড়া বিক্রি করতে হয়েছে সাড়ে তিন শ টাকায়। শুধু এ বছর নয়, গত বছরও ছিল একই চিত্র। কিন্তু বিপণিবিতানে মোটামুটি পছন্দসই এক জোড়া জুতা কিনতে তিন হাজার...