যে কল্পকাহিনি বাস্তব হয়ে উঠছে
প্রথম আলো
প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১১:২৪
বৈজ্ঞানিক কল্পকাহিনিগুলো ছোটবেলা থেকেই খুব টানে। এমন এক জগতে চলে গেছে বিশ্ব, যেখানে সব হচ্ছে অটোমেটিক মেশিনে, এমনকি শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি দিয়ে তৈরি হচ্ছে ক্যাপসুল, মেটাচ্ছি ক্ষুধা;এসব গল্প পড়ে চমৎকৃত হয়েছি। মজার বিষয় হচ্ছে, বড় হতে হতে একসময় কল্পকাহিনিগুলোর অনেক কিছুই আমাদের জীবনের সঙ্গে মিলতে শুরু করে। কম্পিউটার থেকে সুপার কম্পিউটারে হচ্ছে কাজ, নানা ভিটামিনের ক্যাপসুল ক্ষুধা না মেটালেও দিচ্ছে পুষ্টি।