কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৃতীয় দিনে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে বিশেষ অভিযান

জাগো নিউজ ২৪ ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয় প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১১:২৭

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে তৃতীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার তৃতীয় দিন ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের প্রথম দুইদিনে ২৬ হাজার ১২০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৬৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। জানা গেছে, নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বছরব্যাপী মশকনিধন কার্যক্রম গ্রহণ করে ডিএনসিসি।


এরই অংশ হিসেবে কয়েকটি পর্যায়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৬ থেকে ১৫ জুন প্রথম ও ৪ থেকে ১৪ জুলাই দ্বিতীয় পর্যায়ের চিরুনি অভিযান শেষে ৮ আগস্ট থেকে তৃতীয় পর্যায়ের অভিযান শুরু হয়েছে। এবার তৃতীয় ধাপে চিরুনি অভিযান পরিচালনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও