১০০ দিনেও করোনা নেই

প্রথম আলো নিউজিল্যান্ড প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১০:৩৫

নিউজিল্যান্ডে ১০০ দিনে স্থানীয়ভাবে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হননি। দেশটিতে এ ঘটনা সাফল্যের মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। তবে আবার সংক্রমণ যাতে না হয়, এ জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, লকডাউন শিথিল শুরুর করার পর থেকে ১ মে নিউজিল্যান্ডে সর্বশেষ করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হন।

গতকাল রোববার চতুর্থ দিনের মতো দেশটিতে কেউ করোনাভাইরাসে এ সংক্রমিত হননি। নিউজিল্যান্ডে নতুন সংক্রমণ ছাড়াই করোনার রোগী আছেন ২৩ জন। তাঁদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডে ১ হাজার ২১৯ জন করোনায় সংক্রমিত হয়েছে। মৃত্যু ২২ জনের। করোনার সংক্রমণের দিক দিয়ে অন্য যেকোনো দেশের তুলনায় নিউজিল্যান্ড ভালো অবস্থায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও