![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/40-228938.jpg)
বহুরূপী করোনা: ৪০ শতাংশ রোগীই উপসর্গহীন
সময় টিভি
প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ০৯:১১
মহামারি করোনা ভাইরাসের প্রকোপে বাড়ছে মানুষের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। নানা সময়ে নানা রূপ ধারণ করছে করোনা ভাইরাস। করোনা নিয়ে যত গবেষণা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা ততই অবাক হচ্ছেন। করোনার ধরণ বুঝতে গিয়ে এবার অবাক করা নতুন তথ্য পেলেন যুক্তরাষ্ট্রের সংক্রমণজনিত রোগ বিশেষজ্ঞ মনিকা গান্ধী। করোনা আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ শেষে মনিকা গান্ধী দেখেন যে, ৪০ শতাংশ রোগীরই কোনো উপসর্গ নেই।