বৈরুতে বিস্ফোরণে ৪৩ মিটার গভীর গর্তের সৃষ্টি
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণে অঞ্চলটির বিস্তীর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে দেড় শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এই বিস্ফোরণের ফলে ৪৩ মিটারের (১৪১ ফুট) একটি গর্ত তৈরি হয়েছে সেখানে। রোববার দেশটি এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার ওই বিস্ফোরণ পুরো দেশজুড়ে এবং সাইপ্রাস দ্বীপ পর্যন্ত অনুভূত হয়েছিলো। মার্কিন ইনস্টিটিউট অব জিওফিজিক্সের (ইউএসজিএস) জানিয়েছে ওই বিস্ফোরণের মাত্রা ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের ন্যায় ছিলো।
দেশটির কর্তৃপক্ষের মতে, বৈরুত বন্দরের গুদামে বিপজ্জনক অ্যামোনিয়াম নাইট্রেটের বিশাল চালান জমা ছিলো। সেগুলো মূলত সার তৈরিতে ব্যবহৃত হয়। কর্তৃপক্ষের মতে বছরের পর বছর ধরে ওই জমা ছিলো নাইট্রেটগুলো।