![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/09/og/162327_bangladesh_pratidin_Thakurgaon-news-picture-4.jpg)
ঠাকুরগাঁওয়ে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কিসমত তেয়ারীগাঁও গোপিকান্তপুর গ্রামের ২ কিলোমিটার চলাচলের একমাত্র রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার দুপুরে স্থানীয়রা কাঁচা রাস্তাটি সংস্কার না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এলাকাবাসী জানান, এই এলাকায় ৫ হাজার মানুষ বসবাস