আত্মনির্ভর ভারত গঠন! এবার ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানি বন্ধ করল মন্ত্রক
আত্মনির্ভর ভারত গঠনের এবার উদ্যোগী হল প্রতিরক্ষা মন্ত্রক। ১০১টি প্রতিরক্ষা যন্ত্রাদির আমদানি বন্ধ করল মন্ত্রক। দেশীয় প্রযুক্তির প্রচারে এই উদ্যোগ। এমনটাই রবিবার জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রকের দাবি, "এই উদ্যোগের জেরে আগামি ছয়-সাত বছরের মধ্যে প্রায় ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবে ঘরোয়া সংস্থাগুলো। এই পর্যায় ধরা হয়েছে ২০২০-২০২৪-এর মধ্যে।" যে বরাতগুলোর আমদানি বাতিল করা হলো, সেগুলোর মধ্যে রয়েছে প্রায় ৩.৫ লক্ষ-কোটি টাকার প্রকল্প।