শরীরজুড়ে ‘রক্ত’, দেখা মিললো বিরল বিষাক্ত সাপের
এবার বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হলো বিরল প্রাজাতির বিষাক্ত এক সাপ। শুক্রবার ভারতের উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় একটি বাড়ি থেকে বন দফতরের কর্মকর্তারা এই সাপটি উদ্ধার করে। সাপটি উদ্ধার করার পরে বন দফতরের কর্মকর্তারা জানান, ১৯৩৬ সালে শেষবার উত্তরপ্রদেশে এরকম একটি সাপ দেখা গিয়েছিল। তারপরই এটির বৈজ্ঞানিক নাম দেয়া হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সাপ
- বিষাক্ত
- বিরল