![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/08/57e68912a4c0bc735f9d63339aae3494-5f2e898b7428c.jpg?jadewits_media_id=682548)
হাত-পা বেঁধে, গোবর খাইয়ে নির্যাতন
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলায় এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। লোমহর্ষক ঘটনাটির ভিডিও শুক্রবার (৭ আগস্ট) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরে শনিবার (৮ আগস্ট) সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রশিদ মল্লিক নামের একজনকে আটক করে।নির্যাতনের শিকার ওই কৃষকের নাম মনসুর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নির্যাতন
- কৃষক
- হাত পা বাধা
- গোবর