কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইচ্ছে করেই ধোনির মাথা তাক করে বল করেছিলাম, ক্ষমাও চেয়েছিলাম: আখতার

এইসময় (ভারত) পাকিস্তান প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৫:১৭

টাইম মেশিনে ফিরে যাওয়া যাক ২০০৬ সালে। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ। ফয়সলাবাদে দ্বিতীয় টেস্ট চলছে দুই দলের। খেলা ততক্ষণে জমে ক্ষীর! কারণ তাবড় পাক বোলারদের বিধ্বংসী মেজাজে জব্দ করছেন মারকুটে ধোনি। সেবারই জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিটি করেন ধোনি। ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস। ১৯টি চার এবং ৪টি ছক্কা দিয়ে সেই ইনিংস সাজিয়েছিলেন এমএস।

ধরাশায়ী হয়ে পড়ছিলেন পাকিস্তানের একের পর এক জাঁদরেল বোলার। সেই দলে ছিলেন শোয়েব আখতারও। কোনও ভাবেই সে দিন ধোনিকে আটকাতে পারছিলেন না আখতার। আর ঠিক এমন সময়েই ধোনির মাথায় তাক করে একটি বিমার (বাউন্সার ধাঁচেরই, কিন্তু আরও আক্রমণাত্মক) ছোড়েন শোয়েব। ধোনির হেলমেটে গিয়ে লেগেছিল বল। আর তার আগে হতভম্ব হয়ে পাঁচ-পাঁচটা ওয়াইড বল করেছিলেন তিনি। ঘটনার ১৪ বছর পর আখতার স্বীকার করলেন, 'বড় ভুল করেছিলাম সে দিন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও