মহাসাগরে তিমি না থাকলে চরম বিপদে পড়বে পৃথিবী
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৫:০৬
পরিবেশের ভারসাম্য বজায় রাখে নীল তিমি। দক্ষিণ মহাসাগরের স্পার্ম হোয়েল সাগরের পানিতে মলত্যাগের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করে। এসব বর্জ্য পদার্থে আছে আয়রন, যা সাগরে প্ল্যাংকটন জন্মাতে সহায়তা করে। তিমির শ্বাসত্যাগের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড পানিতে মেশে তা আবার ফাইটোপ্ল্যাংকটন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের খাদ্য তৈরিতে ব্যবহার করে এবং শক্তি উৎপন্ন করে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহেও তিমি পর্যাপ্ত কার্বন শোষন করে। তাই যদি তিমির সংখ্যা দিনদিন কমতে কমতে শূন্যের কোটায় নেমে আসে তাহলে সেটা হবে এ পৃথিবীর জন্য চরম অভিশাপ।