কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে বিমান দুর্ঘটনায় আহত ১২৭ জন হাসপাতালে, ১৫ জনের অবস্থা গুরুতর

বাংলা ট্রিবিউন কেরালা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৪:৪৫

ভারতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। দেশটির বেসামরিক বিমানমন্ত্রী হারদিপ সিং পুরিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১২৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুবাই থেকে ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। করোনাভাইরাস মহামারির সময়ে বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবেই এটি কোঝিকোরে বিমানবন্দরে পৌঁছায়। রানওয়েতে নামতে গিয়ে পিছলে বিমানটি দুই টুকরা হয়ে যায়।

বিমানটিতে মোট ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০ শিশু এবং পাঁচ জন কেবিন ক্রু ছিলেন। এ ঘটনায় দুই পাইলটসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক আরোহী। ভারতের বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী হারদিপ সিং পুরি জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে