কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেডিক্যালে জানলার কাচ ভেঙে উপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করোনা রোগীর

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৪:৪৫

কোভিড ওয়ার্ডের জানলার কাচ অক্সিজেন সিলিন্ডার দিয়ে ভেঙে উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক করোনা রোগী। কাচ ভাঙার আগে তিনি ওই ওয়ার্ডে ভর্তি অন্য করোনা রোগীদের হেনস্থা করেন বলেও অভিযোগ। তবে ঝাঁপ দেওয়ার ঠিক আগে স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ওই রোগীকে বাঁচানো গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজে। ওই হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে করোনা রোগীদের চিকিৎসা চলছে। সেখানেই ভর্তি ছিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা এক রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎ তিনি অক্সিজেন সিলিন্ডার দিয়ে জানলার কাচ ভাঙার চেষ্টা করেন। সে দৃশ্য দেখে ছুটে আসেন স্বাস্থ্যকর্মীরা। ওই রোগীকে বাগে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের। খবর যায় পুলিশে। তারাও ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় রীতি মতো হুলস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও