![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F08%2Fd90q16mq.jpg%3Fitok%3D1li-7Uru)
টনি ডায়েসের জন্মদিন আজ
এনটিভি
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৪:৩০
একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। তিনি ১৯৯৪ সাল থেকে চার শতাধিক নাটক, ধারাবাহিক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আজকের এই দিনে (৮ আগস্ট) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন টনি। টনি ডায়েস যুক্তরাষ্ট্রে ২০০৯ সাল থেকে স্থায়ীভাবে বাস করছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী প্রিয়া ডায়েস ও একমাত্র মেয়ে অহনা।