ভিভোর পর আইপিএল থেকে সরে যাচ্ছে আরও কিছু চিনা স্পনসর?
আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে এই মরসুমের জন্য সরে গিয়েছে ভিভো। এর ফলে নতুন স্পনসর খুঁজে পাওয়া নিয়েই এখন সমস্যায় বোর্ড। এর মধ্যে বোর্ডের চিন্তা আরও বাড়িয়ে দিল আইপিএলের অন্য চিনা স্পনসররা। সূত্রের খবর, এ বারের আইপিএল থেকে অন এয়ার বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে সরে যেতে পারে তারাও।
ভারত ও চিনের মধ্যে রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে খেলার দুনিয়াতেও। দেশ জুড়ে চিনা পণ্য ব্যবহার না করার প্রবণতা রয়েছে। সেই মনোভাবের কথা মাথায় রেখেই আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বছরে ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর। তারা সরে দাঁড়ানোয় সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন নিয়ে সমস্যায় বোর্ড। কারণ, দ্রুত এত বড় অঙ্কের টাইটেল স্পনসর খুঁজে পাওয়া সহজ নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.