দুই শহরের গল্প: হিরোশিমা ও নাগাসাকি
world: সেই অমানবিক ধ্বংসলীলায় অক্ষত, অনাথ নামগোত্রহীন শিশুটি নাগাসাকির অপরিকল্পনীয় বিপর্যয়ের এক বিষাদময় অবয়ব। কয়েকশো মিটার দূরে ১৯৫৫ সালে উন্মোচিত প্রখ্যাত জাপানী ভাস্কর সেইবু কিতামুরার গড়া স্থাপত্যটি সরকারিভাবে নাগাসাকি পরমাণু বিধ্বংসের সরকারী প্রতীক। হিরোশিমার মুখ যেমন সাসাকি, নাগাসাকিতে তেমন এই ছেলেটি।