শুধু মানুষই নয়, মহাকাশে পৌঁছেছিল মাছ থেকে মাছিও! জানুন...
এই সময় ডিজিটাল ডেস্ক: মহাকাশের অপার রহস্যের আরও কিছু নুড়ি কুড়োনোর আশায় ঝাঁপিয়েছে বিশ্বের শক্তিশালী দেশগুলি। আমেরিকা, চিনের মতো মহাকাশে চক্কর কাটছে একাধিক ভারতীয় উপগ্রহ। ১৯৬৯ সালের ১৬ জুলাই স্যাটার্ন ৫ রকেটে চেপে চাঁদে পাড়ি দিয়েছিল অ্যাপোলো ১১। তিন জন মহাকাশচারী সে দিন চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিলেন- নীল আর্মস্ট্রং, এডুইন (বাজ) অলড্রিন এবং পাইলট মাইকেল কলিন্স। চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন নিল আর্মস্ট্রং। তার পরে নামেন এডুইন অলড্রিন। মহাকাশের এই ইতিহাস কম বেশি প্রত্যেকেই জানেন। তবে অনেকেই জানেন না যে মহাকাশে পরীক্ষামূলক ভাবে পাঠানো হয়েছে একাধিক জীবজন্তুকে। এখনও পর্যন্ত সাতটি দেশ মহাকাশে মানুষ ছাড়াও অন্য প্রাণী পাঠিয়েছে।