![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F08%2Fiycsu2a1.jpg%3Fitok%3DB3XHb8Ia)
শুভ জন্মদিন লুইপা
এনটিভি
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১১:১৫
জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার জন্মদিন আজ। ঠিক করোনা মহামারির কারণে নয়, ঘটা করে জন্মদিন উদযাপন করেন না তিনি। তবে ভক্তরা থেমে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত-অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ শিল্পী। আজ শনিবার সকাল ১১টার দিকে এ প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে কথা হয় লুইপার সঙ্গে। সে সময় ঘুমে জড়ানো কণ্ঠ তাঁর। জানান, জন্মদিন খুব একটা উদযাপন করা হয় না। রাতে কেকও কাটেননি। কিন্তু কেন? বলেন, ‘ঠিক করোনা মহামারির কারণে নয়, আসলে কেক কাটা পছন্দ নয় আমার, তাই।’ সারাদিন কীভাবে কাটাবেন?