টাঙ্গাইলে মহাসড়ক থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

বার্তা২৪ টাঙ্গাইল প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১১:২০

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার জুঁই-যুথি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলামারি উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ বেপারির ছেলে মাসুদ রানা (৩২) ও রংপুর কোতয়ালী থানার চানবাড়ি গ্রামের মকবুলের ছেলে মামুন (২৮)।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা জানান, শনিবার সকালে মহাসড়কের পাশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত‌দের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুইজনের একজন সেনাবাহিনীর পোশাকের টিশার্ট প‌রি‌হিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও