![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2016/03/04/6cbec591f859ed6ddfd848566d60a464-56d904b2005df.jpg)
করোনায় কাজ হারানোর বেশি ঝুঁকিতে ‘ফ্রি ভিসায়’ যাওয়া কর্মীরা
কাজ না থাকার পরেও ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশে গমন করেন বাংলাদেশিরা। সেই ভিসার নাম ‘ফ্রি ভিসা’। এই ভিসায় গন্তব্য দেশে গিয়ে শুধু স্থানীয় নাগরিকের অনাপত্তিপত্র নিয়েই করা যেত ব্যবসা কিংবা কাজ। কিন্তু করোনায় সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৌদি আরবে এই ফ্রি ভিসায় অবস্থান করছেন কমপক্ষে দুই থেকে আড়াই লাখ বাংলাদেশি। করোনার প্রভাবে তারাই সবচেয়ে বেশি কাজ হারানোর ঝুঁকিতে আছেন বলে মনে করছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা।