৯৬ বছর বয়সে স্নাতক পাস!
ক্লাসে নতুন কোনো ছাত্র ভর্তি হলে শিক্ষক সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সবাই বেশ কৌতূহলী দৃষ্টিতে নতুন বন্ধুর দিকে চেয়ে থাকে। কেমন হতো যদি তোমার ক্লাসে এমনই এক বন্ধুর আগমন ঘটত, যাঁর বয়স প্রায় এক শ বছর! জুসেপ্পি পাতের্নোর গল্পটা হাল ছেড়ে না দেওয়ার কথা বলে। স্বপ্নপূরণে যে বয়স কোনো বাধা হতে পারে না, সেই উৎকৃষ্ট উদাহরণ হলেন জুসেপ্পি। তাঁর ইচ্ছা, মৃত্যুর আগে যেন গ্র্যাজুয়েশন শেষ হয়। ২৯ আগস্ট জুসেপ্পি তাঁর স্বপ্নও পূরণ করেছেন। বিভাগের সেরা হয়ে ফার্স্ট ক্লাস নিয়ে অনার্স শেষ করেছেন তিনি।
- ট্যাগ:
- জটিল
- ডিগ্রি অর্জন
- সবচেয়ে বয়স্ক ব্যক্তি