পুঁজি হারিয়ে হতাশ চামড়া ব্যবসায়ীরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চামড়া ব্যবসায়ীরা কয়েক বছর ধরে দাম না পেয়ে এবং বিভিন্ন ট্যানারিতে পুঁজি আটকে যাওয়ায় এখন হতাশ হয়ে পড়েছেন। বেশ কয়েক বছর লোকসানের কারণে অনেকে এ পেশা ছেড়ে দিয়েছেন। আবার কয়েকজন পুঁজি উদ্ধারে অন্যের চামড়ার আড়তে শ্রমিকের কাজ করছেন বলে জানা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সবচেয়ে চামড়ার বড় মোকাম শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর। এখানকার অন্তত ৫০ জন চামড়া ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে এ পেশায় রয়েছেন মাত্র চারজন। বাকিদের সবাই পুঁজি হারিয়ে কেউ অন্য ব্যবসা বেছে নিয়েছেন, আবার কেউ অন্যের আড়তের শ্রমিক হয়ে হারানো টাকা উদ্ধারের স্বপ্ন দেখছেন।
এমনই এক ব্যক্তি ৪০ বছরের পুরোনো চামড়া ব্যবসায়ী নিবারন রবি দাস। তিনি জানান, ব্যবসায়ী জীবনে তিনি এক মৌসুমেই ১৩ লাখ টাকার চামড়া কেনাবেচা করেছেন।