![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/07/04350a5c10ca57c27516101c9dbb1939-5f2d7ad6c1e8c.jpg?jadewits_media_id=1552366)
জন্মদিনে আজ গান শোনাবেন লুইপা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ০৮:৫৯
করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছে মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। লুইপা আজ শোনাবেন নিলুফার ইয়াসমীনের গাওয়া ‘এক বরষায় বৃষ্টিতে ভিজে’, বেগম আখতারের ‘জোছনা করেছে আড়ি’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘খোলো গো আঁখি’ এবং শাকিলা জাফরের ‘এ কোন ফাগুন’ গানগুলো।