বুথ-ফেরত সমীক্ষাতেই বিপুল জয়ের আভাস মিলেছিল। সেই পূর্বাভাসই সত্যি হল শ্রীলঙ্কার নির্বাচনী ফলপ্রকাশের পরে। দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করলেন মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পড়ুজানা পার্টি (এসএলপিপি)। ২২৫ আসনের পার্লামেন্টে একক ভাবে ১৪৫টি আসন দখল করেছে এসএলপিপি। সঙ্গে শরিকদের আরও পাঁচ আসন যোগ করলে ১৫০ ছুঁয়ে ফেলছে এসএলপিপি।
ইতিমধ্যেই জয়ী এসএলপিপি-কে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মাহিন্দা। তাঁর প্রধান প্রতিপক্ষ রনিল বিক্রমসিঙ্ঘ পর্যুদস্ত হয়েছেন নির্বাচনে। নিজের কেন্দ্রে তো জয় মেলেইনি, তাঁর দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) সর্বসাকুল্যে পেয়েছে একটি আসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.