বন্যাদুর্গত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকা দেবে ব্র্যাক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। এর ফলে প্রতিটি পরিবার দুই হাজার টাকা করে সহায়তা পাবে। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।এতে বলা হয়, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জ জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৫টি উপজেলায় এই সহায়তা দেওয়া হবে।
পরিবারগুলোর কাছে এই টাকা পাঠানো হবে বিকাশের মাধ্যমে।ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ব্র্যাক। ঘূর্ণিঝড় আইলা, মহাসেন, আম্পানের সময়ে ব্র্যাকের কর্মীরা দুর্গত এলাকাগুলাতে নিরলসভাবে সেবা দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.