উষ্ণায়নের জেরে কানাডার শেষ অক্ষত মেরু-তুষার প্রাচীরটিও ধসে পড়ল!

এইসময় (ভারত) কানাডা প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১৯:৫৫

world: জুলাইয়ের শেষে মাত্র দুদিনের মধ্যেই অক্ষত মেরু-তুষার প্রাচীরটির প্রায় ৪০ শতাংশ গলে গিয়েছে। প্রায় ৮০ স্কোয়ার কিলোমিটার এলাকাজুড়ে ভেসে ছিল ওই মেরু-তুষার প্রাচীরটি। গত ৩০ বছরের চেয়ে বেশি দ্রুত গতিতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই মেরু-তুষার প্রাচীরটি ভেঙে পড়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও