বিশ্বের শীর্ষ শত কোটিপতির ক্লাবে ঢুকলেন জুকারবার্গ
বিশ্বের ‘অতি ধনী’র সবচেয়ে বিশেষ ক্লাবে নিজের নাম যুক্ত করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। বৃহস্পতিবার ফেসবুকের এই প্রধান নির্বাহী শত কোটিপতি হয়েছেন; এদিন তার সম্পদ বেড়ে ১০০ বিলিয়ন ডলার হয়েছে।
ক্ষুদে ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটকের বিকল্প হিসেবে ‘ইন্সটাগ্রাম রিলস’ নামের নতুন একটি ভিডিও ফিচার যুক্তরাষ্ট্রে চালুর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার তার সম্পদের পরিমাণ শত কোটি ডলারে পৌঁছায়। ফলে অ্যামাজনের জেফ বেজোস এবং মাইক্রোসফটের বিল গেটসের সঙ্গে বিশ্বের অতি ধনীর ক্লাবে যুক্ত হলেন মার্ক জুকারবার্গ।
বিশ্বে ধনকুবেরদের তালিকা প্রস্তুতকারী ব্লুমবার্গ বিলিওনেয়ার্সের তথ্য বলছে, ২০০৪ সালে হার্ভাডে পড়াকালীন বন্ধুদের সঙ্গে ফেসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট এই কোম্পানিতে এখনও ১৩ শতাংশ মালিকানা রয়েছে তার। ৩৬ বছর বয়সী মার্ক জুকারবার্গ ফেসবুকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। একই সঙ্গে অন্যান্য অংশীদারদেরও নিয়ন্ত্রণ করেন তিনি।