ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে সেপ্টেম্বরে
করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় সেপ্টেম্বরে খুলে দেয়া হবে, তবে শিক্ষার্থীদের মাস্ক পড়তে উৎসাহিত করা হবে। দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবার এ কথা জানায়।
করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে গত ১৬ মার্চ থেকে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। স্কুলগুলো ১১মে থেকে পর্যায়ক্রমে খুলতে শুরু করে, তবে দেশের ৭৪ টি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়।
‘শ্রেণিকক্ষে মাস্ক পরা বাঞ্চনীয়’- এ কথা উল্লেখ করে মন্ত্রনালয় ‘স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য শ্রেনী কক্ষে বেশী শিক্ষার্থী প্রবেশের অনুমতি না দেয়ার জন্য’ বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিয়েছে।