You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবি, ২০ জেলে উদ্ধার

সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে এফবি সিমা-২ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। প্রায় ১৮ ঘন্টা পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় ২০ জেলেকে উদ্ধার করা হয়। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ট্রলারের মালিকের নাম আনছার খান। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামে। এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি বশির ট্রলারের মাঝি মো.ইব্রাহিম মাঝিসহ জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত ২০ জেলে সকলেই শারীরিক অসুস্থ থাকায় সাগরে বসেই তাদেরকে গরম পানি গরম কাপড় দিয়ে সেবাসুস্থতা করছেন উদ্ধারকৃত জেলেরা। উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দু'টি ট্রলার পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন