তিনি নিজ হাতে নিতে পারলেন না অনন্যা শীর্ষদশ সম্মাননা
জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কাজ চিরস্থায়ী। কাজের মাধ্যমে অনেকেই ইতিহাস সৃষ্টি করেন। নশ্বর জীবন তখন হয়ে ওঠে অবিনশ্বর। এক প্রাণ বেঁচে থাকে লক্ষ প্রাণের চৌহদ্দিতে। জাতি, গোষ্ঠী, ধর্মবর্ণ-নির্বিশেষে পান অপরিসীম শ্রদ্ধা। এমন শ্রদ্ধার ভারে উচ্চকিত এক নারী ছিলেন প্রতিভা সাংমা। গারো নারী জাগরণের অগ্রদূত ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে নশ্বর জীবন থেকে চিরবিদায় নেন। নারী শিক্ষায় অবদানের জন্য তিনি এবার অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০১৯ লাভ করেন। গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। করোনাজনিত কারণে সেটি আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা। তার আগেই এ মহীয়সী নারী আমাদের সবাইকে ছেড়ে চিরবিদায় নিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.