
আমরা কি পাগলেরও অধম?
আমাদের হাবভাব, কাজে-কর্মে এখন মনে হয় না কভিড-১৯ বলে কোনো সংক্রামক ব্যাধি আর অবশিষ্ট আছে। আমরা ফ্রি স্টাইলে চলছি, মাস্ক ছাড়াই আমরা স্বাভাবিক নিয়মে ঘোরাফেরা করছি। আমাদের এখন আর এ নিয়ে কোনো চিন্তাভাবনা আছে বলে মনেই হয় না। কিন্তু এর কারণ কি? কেন এমন হলো? করোনা তো চলে যায় নি। বরং মহামারীর ইতিহাস বলছে এটার মাত্রাগত তারতম্য হতে পারে। কিন্তু এত সহজে চলে যায় না। যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসছে বা ওষুধ আবিষ্কার না হচ্ছে ততদিন মহামারীকে তো একটু ‘সমঝে’ চলাই উচিত। আর করোনা হচ্ছে মারাত্মক ধরনের ছোঁয়াছে ভাইরাস। এটা শুধু ফুসফুসের ক্ষতি করে না। বরং লিভার, হার্ট, কিডনি, ব্রেনকেও অকেজো করে দিতে পারে।