You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস: তাড়াহুড়োর টিকা পড়ছে আস্থার সঙ্কটে

তড়িঘড়ি করে তৈরি করা এই টিকা আসলে স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে কি না, তা নিয়ে ভাবিত উন্নত দেশগুলোর মানুষ। বিশ্বজুড়ে এখন অন্তত ২০০টি করোনাভাইরাসের টিকা তৈরির পর্যায়ে রয়েছে। ২০টির বেশি টিকার মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই বছরের মধ্যেই কোভিড-১৯ টিকা হাতে পেতে চাইছেন; যেখানে অন্য সব রোগের ক্ষেত্রে দশকের বেশি সময় লেগেছিল টিকা তৈরিতে। টিকার জন্য এমন তড়িঘড়ি করা ‘রাজনীতিকদের জন্য ভালো’ এমন তির্যক মন্তব্য করেছেন ভ্যাকসিন কনফিডেন্স প্রজেক্টের শীর্ষ কর্মকর্তা হাইডি লারসন।“সাধারণ মানুষের কথা যদি বলেন, তারা মনে করেন, এত তাড়াহুড়ো ভালো না,” রয়টার্সকে বলেন তিনি। কোভিড-১৯: প্রতিযোগিতায় ১২৩ ‘সম্ভাব্য টিকা’, ৭টির চলছে ‘হিউম্যান ট্রায়াল’   করোনাভাইরাস: অক্সফোর্ডের টিকার পরীক্ষায় আশাব্যঞ্জক ফল মডার্নার করোনাভাইরাস টিকা পরীক্ষা জাগাচ্ছে আশার আলো   রাশিয়ান হ্যাকারদের লক্ষ্য করোনাভাইরাসের টিকা  টিকা অনুমোদনকারী কর্তৃপক্ষগুলো বারবার তাড়াহুড়োর কারণে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস না করার কথা বললেও তাতে ভরসা রাখতে পারছেন না অনেকে; বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, যেখানে টিকার উপর আস্থাহীনতা আগে থেকেই রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন