![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77399534/pic.jpg)
কলকাতায় সোনার থেকে দাম বাড়ল বেশি রুপোর!
বিরামহীনভাবে বেড়েই চলেছে সোনার দাম। করোনার সংক্রমণ রুখতে সম্পূর্ণ লকডাউনের কারণে বুধবার পশ্চিমবঙ্গে যখন বাজার বন্ধ ছিল তখন দিল্লিতে রেকর্ড গড়ে ১০ গ্রাম সোনালি ধাতুর দাম ৫৬ হাজারের নয়া শিখর ছুঁয়েছিল। বৃহস্পতিবার কলকাতার পাইকারি বাজার খোলার পরে এর দাম সাড়ে ৫৬ হাজারের পৌঁছতে বেশি সময় লাগল না। গত মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় শহরে ১০ গ্রাম খাঁটি সোনার দাম ছিল ৫৪ হাজার ৬৭০ টাকা। বৃহস্পতিবার তা ৫৬ হাজার ৫০০ টাকা ছাড়িয়ে গেল। আগামী দিনেও সোনার দাম বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।