জেকেজি: অভিযোগ গঠনের শুনানি ১৩ অগাস্ট
করোনাবাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনকে আগামী ১৩ অগাস্ট বিচারকের সামনে বলতে হবে, তারা দোষী না নির্দোষ।
দোষ স্বীকার করলে সেদিনই তাদের শাস্তি ঘোষণা করবেন বিচারক, যদিও তার নজির বিরল। আর আসামিরা নির্দোষ দাবি করলে শুরু হবে বিচারের প্রক্রিয়া।গোয়েন্দা পুলিশ বুধবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পরদিনই বৃহস্পতিবারই আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করে দেন ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী।