অ্যামোনিয়াম নাইট্রেটে ভয়ংকর যত দুর্ঘটনা
লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের বিস্ফোরণের ভিডিও দেখে অনেকেই বলেছেন- তারা জীবনে কখনও এমন ভয়াবহ বিস্ফোরণ দেখেননি। বিস্ফোরণটি ঘটেছিল একটি গুদামে, যেখানে বিপুল পরিমাণে একটি বিশেষ রাসায়নিক পদার্থ মজুত করে রাখা ছিল, যারা নাম অ্যামোনিয়াম নাইট্রেট।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথম একটি বিস্ফোরণ ঘটেছিল যা থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছিল। মানুষ তা মুঠোফোনে ধারণ করতে শুরু করে। আর ঠিক তখনই তাদের চোখের সামনে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। এতে প্রথম সৃষ্টি হয় একটি বিশাল আগুনের গোলা, তার পর বাতাসের ঝাপটা তৈরি হয় ব্যাঙের ছাতার মতো আকারের পানি ও বাষ্পের সাদা মেঘ, কয়েক সেকেন্ডের মধ্যেই তা মিলিয়ে যায়। তারপরই দেখা যায় পাক খেয়ে উঠছে লাল রঙের ধোঁয়ার কুণ্ডলি। বিবিসি বলছে, পুরো ব্যাপারটা ঘটে মাত্র চার সেকেন্ডের মধ্যে।