![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/06/69399d68d3c51d679b356fea9eb66922-5f2c105c3d305.jpg?jadewits_media_id=682355)
ব্রায়ান লারাকে নিয়ে করোনা-গুজব!
করোনা আক্রান্ত হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা! সোশ্যাল মিডিয়ায় এমন খবরই পল্লবিত হতে শুরু করেছিল কিছুদিন ধরে। তবে সাবেক ক্যারিবীয় এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন, এসবই গুজব। তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, যার ফল নেগেটিভ এসেছে। তবে এসব মিথ্যা সংবাদে একটু বিরক্তই হয়েছেন...