৬ আগষ্ট ১৯৪৫। রেভারেন্ড মিস্টার তানিমোতো সেদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলেন। প্রাতরাশ সেরে ছয়টার আগেই মিস্টার মাতসুয়োর বাড়ির দিকে রওয়ানা দিলেন।