বিনা অপরাধেই জারকার নাক কেটে দেয় তার স্বামী
দীর্ঘ ১০ সপ্তাহের নিদারুণ কষ্টের পর আশার আলো দেখতে পেলো জারকা। ছোট্ট একটি আয়না মুখের সামনে নিয়ে নিজেকে দেখলেন তিনি। দেখতে পেলেন তার নতুন নাক। যদিও এটি সেলাই করে ব্যান্ডেজ করা তবুও খুশি জারকা। কাটা নাকের ক্ষতে যেন আরো দগদগে হয়ে উঠেছিলো জারকার মনের তীব্র কষ্ট। ঠিক দুইমাস আগে পকেট ছুরি দিয়ে জারকার নাক কেটে দিয়েছিলো তার স্বামী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে