আজব কাণ্ড! সুপ্রিম কোর্ট থেকে 'গায়েব' বিজয় মালিয়া মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি
দেশে না ফেরার জন্যে এখনও সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত থেকে পলাতক লিকার ব্যারন, ব্যাংকের অনাদায়ী ঋণে অভিযুক্ত বিজয় মালিয়া। গোটা দেশ তথা বিশ্বের অধিকাংশ দেশ যখন লকডাউনের পথে হেঁটেছিল, সেই কঠিন সময়েও তিনি তাঁর ১০০ শতাংশ ঋণ শোধ করে দিতে চান বলে প্রস্তাব দিয়েছিলেন মালিয়া। আর তার পরিবর্তে আইনি প্রক্রিয়া থেকে তাঁকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে হঠাতই সুপ্রিম কোর্ট থেকে গায়েব হয়ে গেল বিজয় মালিয়া মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। সূত্রের খবর, আদালত অবমাননা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অভিযুক্ত বিজয় মালিয়া যে আবেদন করেছিলেন, সেই মামলার বেশ কিছু তথ্য ছিল ওই সমস্ত নথিতে। ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৭ সালেই আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন মালিয়া। তারও আগে ছিল ঋণখেলাপির মামলায় দোষী বলে সাব্যস্ত হওয়া। সুপ্রিম কোর্ট যার পরে মালিয়াকে ব্যাংকের বকেয়া প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিয়া সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ না মেনে ছেলে সিদ্বার্থ মালিয়ার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে দেন।